বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার ৫ বছর মেয়াদী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে শিক্ষক সমিতি মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে অহিদুল ইসলামকে সভাপতি ও আতিয়ার রহমানকে সম্পাদক নির্বাচিত করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে ৫ বছর মেয়াদী কার্যকরী কমিটি সভাপতি পদে অহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে আতিয়ার রহমান সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
যাযাদি/ এসএম