নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে দিনাজপুরের পার্বতীপুরের যশাই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান মোমিনী। বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশরেকুল আলম মুন্সির সভাপতিত্বে ও বিদ্যালয়ের নবম শ্রেনীর দুই ছাত্রী মাইমুনা ইসলাম জেরিন ও তাসনিম জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, মিডিয়া কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবকদের উদ্দেশ্যে নানারকম দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
যাযাদি/ এম