স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রজন্ম ও শিক্ষার্থীদের অনিবার্য ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।
৯ নভেম্বর দুপুরে জেলার দীঘিনালা উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন শিক্ষাকে সর্বচ্চ গুরুত্ব দিয়েছেন। বর্তমান প্রজন্ম ও ছাত্র সমাজের উপর ভরসা রেখেই শেখ হাসিনা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে পরিনত করার স্বপ্ন দেখছেন এবং কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম ও ছাত্র সামাজই আগামীর স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক হিসেবে বর্তমান প্রজন্ম ও শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত, সুনাগরিকের চর্চা সহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে একটি স্মার্ট ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
এ সময় কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, জেলা নারী অধিকার ফোরামের নেত্রী শাপলা দেবী সহ আরো অনেকেই।
যাযাদি/ এম