সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গাজীপুরে দুই গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৩, ০৯:৫৯
গাজীপুরে দুই গাড়িতে আগুন
গাজীপুরে দুই গাড়িতে আগুন

গাজীপুর মহানগরের বাসন থানার যোগীতলা ও সদর থানার ধীরাশ্রম এলাকায় শনিবার রাতে দুই গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ—পরিদর্শক শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকার পাশ দিয়ে আঞ্চলিক সড়ক ধরে একটি পিকআপ জাজর এলাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে পিকআপটি যোগীতলা এলাকায় পৌঁছালে তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে পিকআপটি গতিরোধ করে। পরে পিকআপের চালক ও সহযোগীকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ট্রাক পিক আপটির পুরো অংশ পড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তিনি জানান।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে নারায়নগঞ্জ থেকে লোহা ভর্তি একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো—ট—১৪—৫৮৩৫) নাটোর যাচ্ছিল। মালবাহী ট্রাকটি গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ঢিল ছুড়ে ট্রাকটি থামে, পরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।ঘটনাস্থলের আশপাশে সিসি টিভি ফুটেজ আছে। সেগুলো যাচাই—বাছাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে