গাজীপুর মহানগরের বাসন থানার যোগীতলা ও সদর থানার ধীরাশ্রম এলাকায় শনিবার রাতে দুই গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে নারায়নগঞ্জ থেকে লোহা ভর্তি একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো—ট—১৪—৫৮৩৫) নাটোর যাচ্ছিল। মালবাহী ট্রাকটি গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ঢিল ছুড়ে ট্রাকটি থামে, পরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।ঘটনাস্থলের আশপাশে সিসি টিভি ফুটেজ আছে। সেগুলো যাচাই—বাছাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এস