দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রাজাবাসর বেতপুকুর ল্যাম্ব হাসপাতাল, লিভিংইষ্টোন স্কুল সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে ফিলিপ বাড়ই (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।রবিবার (১৯ নভেম্বর) সকালে পার্বতীপুর -দিনাজপুর রেলপথে এ ঘটনা ঘটে।
জানা গেছে,নিহত ফিলিপ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার চর খুলি গ্রামের মৃত নিরঞ্জন বাড়ই এর ছেলে। সে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতাল সংলগ্ন ছোট ভাই দিলিপের বাসায় প্রায় দেড় বছর যাবৎ আছেন বলে এলাকাবাসী জানান। মৃত ফিলিপের ছোট ভাই দিলিপ বলেন রবিবার সকালে ফিলিপ পার্বতীপুর গিয়েছিল, পার্বতীপুর থেকে রেল লাইনের উপর দিয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। সে বোবা ও কানে কম শোনার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ফিলিপের এখনো বিয়ে হয়নি বলে তার পরিবারবর্গ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ফিলিপ টাচ মোবাইল ফোনে প্রায়ই বাক প্রতিবন্ধীদের গ্রুপে ইশারায় কথা বলেন।
আজও মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন দিয়ে হেঁটে আসছিলেন। কানে না শোনার কারণে দুর্ঘটনা ঘটে।
যাযাদি/ এস