বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
walton

পূর্বধলা আসনে মনোনয়নপত্র কিনলেন ড. নাদিয়া বিনতে আমিন 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৩, ২০:৩৭

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পূর্বধলা উপজেলার একমাত্র নারী প্রার্থী ড. নাদিয়া বিনতে আমিন সিআইপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশগ্রহনের জন্য তিনি আজ সোমবার উৎসব মুখর পরিবেশে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এ সময় ময়মনসিংহ বিভাগের দায়িত্ব¡প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. নাদিয়া বিনতে আমিন সিআইপি একজন দক্ষ সংগঠক, নারী উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার নিজ বাড়ী নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নে।

সম্প্রতি তিনি ১৬১, নেত্রকোণা-৫ আসনে আওয়ামীলীগের প্রার্থীতা ঘোষনা করে তার নিজ এলাকায় ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন। পোষ্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ ও তোরণ নির্মানের মাধ্যমে নিজের প্রার্থীতার জানান দিয়েছেন। করেছেন জনসভা, উঠান বৈঠক, পথ সভা ও জনসংযোগ।

এ সময় নিজ প্রার্থীতার পক্ষে প্রচারনার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডও তোলে ধরেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ড. নাদিয়া বিনতে আমিন সকলের কাছে দোয়া কামনা করেছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে