শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

সাংবাদিকদের সঙ্গে পূবাইল থানার নতুর ওসির  মতবিনিময়

যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ১২:৩৬
সাংবাদিকদের সঙ্গে পূবাইল থানার নতুর ওসির  মতবিনিময়

গাজীপুর মহানগরীর পূবাইল থানা প্রেসক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মহোদয়ের আমন্ত্রনে শনিবার সন্ধ্যায় পূবাইল থানার অফিসার ইনচার্জ এর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা, সাধারণ সম্পাদক এডঃ আলতাফ হোসেন সিরাজি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক জনাব শুভ্রত চন্দ্র দাস, ক্লাবের দপ্তর সম্পাদক শরিফ আল মাসুদ খান, প্রচারও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক বদরুজ্জামান মৃধা সহ ক্লাবের সদস্য মো: ফয়সাল ভূইয়া।

মতবিনিময়ের শুরুতে নবনিযুক্ত অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, থানা এলাকায় যে কোনো ধরনের মাদক ক্রয় -বিক্রয় ও সেবন,চুরি, ডাকাতি, ছিনতাই কারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া বিরোধী দল গুলো হরতাল অবরোধ ডেকে কোন ধরনের নাশকতা না করতে পারে সবাই মিলে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এ সময় তিনি বলেন. এখানে অতিথি পাখি আসে। অতিথি পাখির কেউ যেন ক্ষতি না করতে পারে লক্ষ্য রাখতে হবে, সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের পাসাপাসি পূবাইল থানা প্রেসক্লাব এর সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে পূবাইল থানা পুলিশ, মতবিনিময় সভায় পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডঃ আলতাফ হোসেন সিরাজি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে পুলিশ এর পাসাপাসি সাংবাদিকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, পরে শুভেচছা বিনিময়ের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে