রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্র্তা সুধীবৃন্দ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। উপজেলা পরিষদের হল রুমের এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন, উপ পরিচালক স্থানীয় সরকার শরিফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, পৌর মেয়র মুকিতুর রহামন রাফি, অফিসার ইনচার্জ শামসুর রহমান শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপরজেলা প্রাণী সম্পদ কর্মকর্র্তা ডাঃ বেলাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল জর্জ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান,কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, রাখাল বুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুধীবৃৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান বিভাগীয় কমিশনারকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্র্ড অব অর্র্নার প্রদান করা হয়। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করেন।
যাযাদি/এসএস