বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

পূর্বধলায় পরিবার পরিকল্পনা বিভাগের এডভোকেসি সভা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ১৯:৪৮

নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৫-৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এ এডভোকেসি সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পূর্বধলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: রুবিনা জাহান নূসিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: আবু হাসান শাহীন, মেডিকেল অফিসার ডা: আনিকা শ্যামা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো: নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান বুলবুল, গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা থানার এস আই আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মোবারক হোসেন খান, পরিবার কল্যাণ পরিদর্শিকা সায়েদা আক্তার প্রমুখ।

বিশকাকুনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: হোসাইন আহমেদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, হোগলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ, ধলামুলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি মো: তাজুল হোসেন খান সহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ।

অনুষ্ঠানে পরিকল্পিত পরিবার গঠন, শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার কমানো, প্রাতিষ্ঠানিক ডেলিভারীতে উদ্বুদ্ধ করণ, বাল্য বিবাহ রোধ ইত্যাদি কার্যক্রমে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম তোলে ধরেন এবং এ সকল কাজে আরও সফলতা আনয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে