রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পূর্বধলায় পরিবার পরিকল্পনা বিভাগের এডভোকেসি সভা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ১৯:৪৮
পূর্বধলায় পরিবার পরিকল্পনা বিভাগের এডভোকেসি সভা
পূর্বধলায় পরিবার পরিকল্পনা বিভাগের এডভোকেসি সভা

নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৫-৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এ এডভোকেসি সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পূর্বধলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: রুবিনা জাহান নূসিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: আবু হাসান শাহীন, মেডিকেল অফিসার ডা: আনিকা শ্যামা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো: নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান বুলবুল, গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা থানার এস আই আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মোবারক হোসেন খান, পরিবার কল্যাণ পরিদর্শিকা সায়েদা আক্তার প্রমুখ।

বিশকাকুনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: হোসাইন আহমেদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, হোগলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ, ধলামুলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি মো: তাজুল হোসেন খান সহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ।

অনুষ্ঠানে পরিকল্পিত পরিবার গঠন, শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার কমানো, প্রাতিষ্ঠানিক ডেলিভারীতে উদ্বুদ্ধ করণ, বাল্য বিবাহ রোধ ইত্যাদি কার্যক্রমে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম তোলে ধরেন এবং এ সকল কাজে আরও সফলতা আনয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে