বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

ফেনী মহিপালে বাসে আগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা

ফেনী প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ২০:৪১

ফেনীর মহিপাল স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগ্নিসংযোগের ঘটনায় কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে বাসচালক দাউদ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে দাঁড়িয়ে থাকা নোয়াখালী রুটে চলাচলরত সুগন্ধা পরিবহনের একটি তালাবদ্ধ বাসে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। বাদী দাউদ বলেন, হরতালের কারণে সারাদিন বাস চালানো হয়নি। গাড়ির বিভিন্ন মেরামত কাজ শেষ করে রাস্তার পাশে তালাবদ্ধ করে রেখেছিলাম।হঠাৎ কয়েকজন লোক এসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসচালক অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ওসি আরও বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। ওই এলাকায় ক্যামেরা থাকলেও সেদিন দুপুর থেকে সেটি নষ্ট হয়ে যায়। তবুও নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে