দিনাজপুরের পার্বতীপুরে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে"প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্স ফরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ"(পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলার প্রান্তিক পর্যায়ের ১৮ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ যেমন, ধান বীজ, সার, বীজ শোধক, ছত্রাকনাশক, কীটনাশক ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
একই সাথে উপস্থিত কৃষকদের মাঝে প্রদর্শনী সম্পর্কে বিশদ ব্যখ্যা প্রদান করেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রাজীব হুসাইন, অতিরিক্ত কৃষি অফিসার সাজেদুর রহমান ও ফারিন আজমী।
যাযাদি/ এম