রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আমি সবার এমপি হতে চাই : আহমদ হোসেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৩, ২০:১২
আপডেট  : ২৮ নভেম্বর ২০২৩, ২০:২৫
আমি সবার এমপি হতে চাই : আহমদ হোসেন
আমি সবার এমপি হতে চাই : আহমদ হোসেন

আমি সর্বস্তরের মানুষের এমপি হতে চাই, সর্বোপরি দলমত নির্বিশেষে সকলের ভালোবাসা নিয়ে সবার এমপি হতে চাই। এমপি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা অহমদ হোসেন আজ মঙ্গলবার এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নৌকা ষোল কোটি মানুষের প্রিয় মার্কা। আগামী নির্বাচনে সেই প্রিয় মার্কা উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। আমি পূর্বধলা উপজেলাকে একটি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত মডেল উপজেলায় রুপান্তর করতে চাই।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর আহমদ হোসেন আজ মঙ্গলবার পূর্বধলায় প্রথম পা রাখলেন। তার আগমনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়। সকাল থেকেই মোটরসাইকেল বহরের মাধ্যমে উপজেলার শ্যামগঞ্জ এলাকার পূর্বধলা সীমানায় জড়ো হতে থাকেন প্রিয় নেতাকে বরণ করে নিতে। দুপুরের দিকে আহমদ হোসেন সেখানে পৌঁছলে নেতাকর্মীরা তাকে নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পূর্বধলা উপজেলা সদরের দিকে রওনা হন। আহমদ হোসেন উপজেলার দলীয় কার্যালয়ে আসছেন এমন খবরে দলীয় কার্যালয়ের আশাপাশ জনসমুদ্রে পরিনত হয়। প্রিয় নেতা আহমদ হোসেন মনোনয়ন পেয়েছেন এমন প্রশ্নে সকল দ্বিধা বিভক্তি উপেক্ষা করে দলে দলে এক বিন্দুতে জমা হতে দেখা গেছে উপজেলার অন্যান্য গ্রুপের নেতা কর্মীদেরও। এ

সময় নৌকার মাঝির আগমন শুভেচ্ছা স্বাগতম, কেন্দ্রীয় নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম, মুক্তিযোদ্ধার আগমন শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার সরকার বার বার দরকার, উন্নয়নের সরকার বারবার দরকার এমন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে দলীয় কার্যালয়ের চারদিক। দুপুর ২টার দিকে নৌকার প্রার্থী পূর্বধলা সদরে এসে পৌঁছালে রাস্তার দু পাশের লোকজন তাকে ফুল ছিটিয়ের অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান। পরে উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: এরশাদ হোসেন মালু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কফিল উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, পূর্বধলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: এমদাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আবুল কালাম তালুকদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবর, যুবলীগ নেতা আকাইদুল ইসলাম রোমন, শহিদুল ইসলাম আঙ্গুর প্রমুখ।

পরে আহমদ হোসেন উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে মতবিনিময় সভা করেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো: আইয়োব আলী, সাবেক কমান্ডার মো: নিজাম উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাসন্তানগণ। শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খবিরুল আহসানের সাথে তিনি মতবিনিময় করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমদ হোসেনের পক্ষে গত সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামীকাল বুধবার উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে