রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়ন দাখিল 

বরিশাল অফিস
  ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৩৬
বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়ন দাখিল 
বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়ন দাখিল 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- ৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বরিশাল রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সদর আসনের এই বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ লষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মাহবুবুর রহমান মধু, বরিশাল সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদুল কবির বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইসরাত জাহান লাভলী, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান মাহাদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে