চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত সেবাগুলোর বিষয়ে নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাতী মাহাতো।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো: আখতার হোসেন (অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর)মহিলা বিষায়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ। বারঘরিয়া ইউপি সদস্য সেমাজুল ইসলাম, আবদুল মালেক, তাসিকুল ইসলাম, সবর আলীসহ অন্যরা। বৈঠকে উপকারভোগীরা অংশ নেন।
এর আগে বেলা ১১টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছর নভেম্বর মাসের ১৩০ জন ভিডব্লিউবি কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রভাতী মাহাতো।
যাযাদি/ এস