শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ৮২ ঘন্টা পরে ফেরত

ঠাকুরগাঁও প্রতি‌নি‌ধি
  ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:০২
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ৮২ ঘন্টা পরে ফেরত

ঠাকুরগাঁও‌য়ের হ‌রিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৮২ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার দুপুর দুইটায় ভারতীয় গোয়ালপুর থানা পুলিশ ও বিএসএফ এবং ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে লাশ হস্তান্তর হয়। পরে হরিপুর থানা পুলিশ ও বিজিবি নিহত যুবক জহুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ এ‌বি এম ফি‌রোজ ওয়া‌হিদ।

উলে­খ্য ,গেদুড়া ইউ‌পি চেয়ারম‌্যান মো.ত‌রিকুল ইসলাম বলেন,গত সোমবার ভোররাতে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় বাংলাদেশী একদল যুবক গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায় ।

গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়। নিহতরা হলেন আব্দুল বাসেতের ছে‌লে জহুরুল ইসলাম (২৭) ও একই গ্রামের মোখ‌লেছুর রহমান।

এসময় গুলিবিদ্ধ মোখ‌লেছুর রহমান প্রাণ বাঁচাতে নদী‌তে ঝাপ দেয়।পরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গি সীমান্তের স্থানীয়রা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

অন্যদিকে গু‌লিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ আহত অবস্থায় ভারতের সীমা‌ন্তের এক‌টি হাসপাতা‌লে ভ‌র্তি করলে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে