চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ৩০০ সুন্ধি কাছিম উদ্ধার করেছে বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন। পরে রাত ৯ টার দিকে কাছিম গুলা উপজেলার মহামায়া লেকে অবমুক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার থেকে কাছিমগুলো উদ্ধার করা হয়।
বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু বস্তা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে এগুলো কার তারা বলে আমরা জানি না।
পরবর্তীতে আমি বস্তা খুলে দেখি প্রায় ৩০০ টির মত সুন্ধি কাসিম। তখন এগুলো উদ্ধার করে আমি হেফাজতে নিয়ে যাই। রাত ৯ টার দিকে মহামায়া লেকে অবমুক্ত করা হয়।
যাযাদি/ এম