সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে নারী পুলিশের মেয়ে অপহরণ, থানায় মামলা

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৪
আড়াইহাজারে নারী পুলিশের মেয়ে অপহরণ, থানায় মামলা
আড়াইহাজারে নারী পুলিশের মেয়ে অপহরণ, থানায় মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশের এ এস আই আনারকলির স্কুল পড়ুয়া মেয়ে (১৩) অপহরণ হয়েছে। সে আড়াইহাজার শাহাজালাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি বুধবার বিকেলে ঘটলেও এ ব্যাপারে বৃহষ্পতিবার অপহৃতার মা এ এস আই আনারকলি বাদী হয়ে অন্তর নামে এক ছেলেসহ তার মা এবং বাবাকে বিবাদী করে থানায় একটি মামলা দয়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপহৃতার মা এ এস আই আনারকলি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী বিষয়ক বিশেষ প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য বুধবার সকাল ৯টায় তার সরকারী কোয়ার্টার থেকে নারায়ণগঞ্জে যান। সন্ধ্যা ৬ টায় বাসায় এসে দেখতে পান তার মেয়ে বাসায় নেই। এর পর খোঁজ নিয়ে জানতে পারেন বিকাল সাড়ে ৩টার দিকে জামালপুর সদর থানার পাথালিয়া (বকুলতলা) এলাকার মফিজুলের ছেলে অন্তর কয়েকজন সহযোগির সহায়তায় তার মেয়েকে স্কুল গেট থেকে বলপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ এস আই আনারকলি জানান, অন্তরের সাথে তার মেয়ের ফোনে যোগাযোগ ছিল। এ বিষয়ে তিনি অন্তরের মা বাবাকে অবগত করেন এবং অন্তরকে তার মেয়ের সাথে যোগাযোগ করতে নিষেধ করেন। কিন্তু অন্তরের মা বাবা এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে