শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮
ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে মাঠে কয়েক হাজার লোকের সমাগম হয়।

আজ বুধবার বিকালে উপজেলার রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বি - মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ওসমানপুর শ্যামপুর ফুটবল ক্লাব ও রানীগঞ্জ ববি ট্রেডাস। অনুষ্ঠিত খেলায় শ্যামপুর ফুটবল ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় রানীগঞ্জ ববি ট্রেডার্স।

এ চূড়ান্ত ফাইনাল খেলায় সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান সহ অনেকে।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ববি ট্রের্ডাসের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রশিদ বাবু একটি ওয়ালটনের ফ্রিজ ও রানার্স আপ দল শ্যামপুর ফুটবল ক্লাবের পক্ষে ম্যানেজার একটি রঙ্গিন টেলিভিশন গ্রহণ করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে