ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শাখা যুব মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান তনুকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা মিলি স্বাক্ষরিত প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয় সংগঠন ও শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে ইসরাত জাহান তনুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
যাযাদি/ এসএম