রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৮ এপ্রিল ২০২৪, ১৯:৪১
নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে রবিবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল কবির। এদিকে পল্লীশ্রী, প্রোমোটিং অপরচুনিটিস ফর উইমেন ইম্পাওয়ারমেন্ট-প্রজেক্টের আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানীর সহযোগীতায় বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য র‌্যালিটিতে অংশগ্রহন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল কবির, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অ²য় কুমার রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা উৎপল ঘোষ, প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, প্রজেক্ট অফিসার শাহনাজ বেগম, প্রোগ্রাম ফ্যাসিলেটেটর নার্গিস বেগম ও আজিজা সুলতানাসহ সিবিও ৬০জন সদস্যরা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে