মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচন : কেরানীগঞ্জে ৯ প্রার্থী মনোনয়ন জমা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ১৪:২২
ছবি-যায়যায়দিন

আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ঢাকার কেরানীগঞ্জে ৯ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান। এরআগে সোমবার তার কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। তাদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক আলমগীর হোসেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা জমা দেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ রওশন ইয়াজদানী, সাবেক শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন ঢাকা জেলা যুব মহিলালীগের আহ্বায়ক আসমা আক্তার(রেশমা জামান), কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শান্তি আক্তার বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার(১৫ এপ্রিল)পর্যন্ত ছিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে আট মে।

প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে