বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আজমিরীগঞ্জে দুর্যোগ মোকাবেলা প্রস্তুত ১১ টি আশ্রয়ন প্রকল্প

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৯ জুন ২০২৪, ১৯:১৭
আজমিরীগঞ্জে দুর্যোগ মোকাবেলা প্রস্তুত ১১ টি আশ্রয়ন প্রকল্প
ছবি-যায়যায়দিন

উজানের ঢল ও অব্যাহত বৃষ্টির ফলে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজারের আংশিক তলিয়ে গেছে ও বিভিন্ন সড়কে ভাঙন দেখা দিয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানাযায়, কালনী-কুশিয়ারা নদীর পানি ১৯ জুন বিকাল পর্যন্ত বিপদ সিমার ৪০ সেন্টিমিটারের উপরে গিয়ে দাঁড়িয়েছে।

এভাবে পানি বৃদ্ধি হলে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়ি ঘর তলিয়ে যাওয়ার আশংকায় রয়েছে নদীর তীরবর্ত্তী লোকজন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ উপজেলায় ১১ টি বন্যা আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত। তার মধ্যে ২ হাজার ৭১০ জন মানুষ ও ১ হাজার ৫০ টি গভাদিপশু আশ্রয়নে থাকার ব্যবস্থা রয়েছে।

এছাড়া জরুরী ভিত্তিতে চিকিৎসা সেবার জন্য চিকিৎসকের একটি টিম ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানান উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা।

এদিকে, গত কয়েকদিন ধরে উজানের ঢল ও ভারি বর্ষন অব্যাহত থাকায় এবং কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজার আংশিক তলিয়ে গেছে। আজমিরীগঞ্জ পাহারপুর সড়কে ভাঙন দিয়ে হাওরে পানি প্রবেশ করছে।

স্থানীয়রা ভাঙন রোধে বাঁশের আড়া দিয়ে মাটি ভর্তি বস্তা ফেলে ভাঙন রোধে কাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বুধবার বিকাল পর্যন্ত কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদ সিমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে উপজেলার বদলপুর ইউনিয়নের মিশন পাড়া, মামুদপুর, নয়াপড়া, উত্তর হাঠি, শ্রীদামপুর, গুচ্ছগ্রাম ও কাকাইলছেও ইউনিয়নের মনিপুর, সৌলরী, কালনীপাড়া, কামালপুর, রাহেলা, রসুলপুর ও কাকাইলছেও আশ্রয়ন প্রকল্পসহ ১৫/২০ টি গ্রাম অতি ঝুঁকিতে রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ মোকাবেলায় উপজেলার ১১ টি আশ্রয়ন প্রকল্প প্রস্তুত রয়েছে। দুর্যোগ মোকাবেলায় জন্য শুকনো খাবারের চাহিদা জেলা পর্যায়ে প্ররেন করা হয়েছে। দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করছে। পানি কিছুদিন থাকবে তারপর নেমে যাবে। বিকাল পর্যন্ত কালনী-কুশিয়ারা নদীতে বিপদ সিমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে পানি পানি প্রবাহিত হচ্ছে বলেও জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে