বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

হযরত শাহ মোহছেন আউলিয়ার (রা:) বার্ষিক ওরশ আগামীকাল বৃহস্পতিবার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৯ জুন ২০২৪, ২০:৩১
হযরত শাহ মোহছেন আউলিয়ার (রা:) বার্ষিক ওরশ আগামীকাল বৃহস্পতিবার
ছবি-যায়যায়দিন

অলিকুলের শিরোমনি ও উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহছেন আউলিয়ার (রা:) বার্ষিক ওরশ কাল ২০ জুন বৃহস্পতিবার। বার্ষিক ওরশ উপলক্ষে দরগাহ কমিটি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

আলোকসজ্জা সহ গেইট ও প্যান্ডেল করা হয়েছে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে ভক্তদের নিরাপত্তা, যাতায়াতে ভোগান্তি কমাতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে ওরশকে ঘিরে বটতলী এলাকাসহ আশেপাশে গ্রামগুলোতে উৎসবে আমেজ চলছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ঘরেই আত্মীয়-স্বজনদের ভরপুর। ওরশের দিনটি স্থানীয়ভাবে মিলনমেলা হিসেবে পরিচিত। মাজার জিয়ারতে দূর-দূরান্ত থেকেই লোকজন আসতে থাকে। আজ বুধবার থেকেই লোকজন আসা শুরু করেছে। মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মাজারের যুগ্ম মোতাওয়াল্লী এস এম ফজলুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম মোতাওয়াল্লী এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এস এম আবু তাহের মিয়া, এস এম আয়ুব নুরী বাবুল, এসএম নেজামউদ্দিন মাসুদ, এস এম জহির উদ্দিন, এসএম নজরুল ইসলাম, এসএম জসিম উদ্দিন, এসএম মনজুরুল ইসলাম, এস এম দিদারুল ইসলাম, এসএম আবুল কাশেম, এস এম মোজাম্মেল, এস এম নাজিম উদ্দিন, এস এম কফিল উদ্দিন, এসএম হাবিব প্রমুখ।

যুগ্ন মোতাওয়াল্লী এস এম জহিরুল ইসলাম বলেন ওরশ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ওরশ উদযাপনের সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে সাবেক মেয়র এম মনজুর আলমের নিজস্ব অর্থায়নে মাজার পুনর্নির্মাণে মাজার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ বলেন ওরশ উপলক্ষে বটতলীতে পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভক্তদের সর্বোচ্চ নিরাপত্তায় পুলিশ প্রস্তুত। তাছাড়া পুলিশ যানজট নিরসনে কাজ করছে। অতিরিক্ত পুলিশ দেয়া হয়েছে। পুলিশের চেক পোস্ট রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে