দিনাজপুরের ঘোড়াঘাটে অসহযোগ আন্দোলনে এক দফা এক দাবি কর্মসূচী বাস্তবায়নে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও যোগ দেন। মিছিলে শত শত শিক্ষার্থীরা অংশ নেয়।
আজ রোববার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে থেকে সরকার বিরোধী বিভিন্ন ¯স্লোগান দিয়ে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে বিক্ষোব সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকার প্রধানের পদত্যাগ দাবিসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্রæত হত্যার বিচার দাবি করেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজারে ঘোড়াঘাট থানা পুলিশের সদস্যরা সজাগ ছিলেন।
যাযাদি/ এম