মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

গাজীপুর জেলা প্রশাসক- ইসলামী আন্দোলনের মতবিনিময় 

গাজীপুর প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৪, ২১:১৮
ছবি : যায়যায়দিন

গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ,গাজীপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার কাজী সফিকুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সভাপতি আলহাজ্ব ফাইজুদ্দিন আহমেদ, গাজীপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন,এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার সহযোগী সংগঠন, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন শিক্ষক ফোরাম ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ দেশের এই অরাজক পরিস্থিতিতে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় মন্দির সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে

এসপি অফিস, জেলা কারাগার, জেলা পুলিশ লাইনসহ বিভিন্ন থানা পাহারা এ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও সমাজের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা।

সকলে গাজীপুরে সন্ত্রাস, চাঁদাবাজ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও অধিক মুনাফা গ্রহণ নিয়ন্ত্রণ পরিবহন সেক্টরের চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বন্ধ এবং রাষ্ট্র ও সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে