আজমিরীগঞ্জে ফেইসবুকে অশালিন মন্তব্যকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়েছে।
এসময় সাবেক যুবলীগে সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর নেতৃত্বে একদল লোক জামায়েত ইসলামের নেতা ডা. রেজাউল করিম ও জাকির হোসাইন অনিকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে।
রোববার ভোর সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ পাড়া মহল্লার দুইদল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে রাহিস মিয়া (১৮) নামক একজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮ টার দিকে উপজেলার দক্ষিণপাড়া গ্রামরে আওলাদ মিয়ার পুত্র জামাত নেতা জাকির হোসাইন জনি মিয়ার চাচাত ভাই সাগর মিয়ার সাথে ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগের ইউনিয়ন সভাপতি ফয়েজ আহমেদ খেলু মিয়ার আত্মীয় আকাশ মিয়ার সাথে ফেইসবুকে অশালিন মন্তব্য নিয়ে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে পরদিন রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একে অপরের উপর টেটা বল্লম ও ইট পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদেন নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ জানান, ফেইসবুকে স্ট্যাটার্স নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল৷ এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
যাযাদি/ এসএম