মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

ঈশ্বরদীতে ২১০ পিচ ইয়াবাসহ কারবারি আটক

ঈশ্বরদী প্রতিনিধি
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৬
ছবি যাযাদি

পাবনার ঈশ্বরদীতে ২১০ পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক কারবারি মো: রুবেল পারভেজ (৪৫) দিঘা এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী টিম উপজেলার দীঘা গ্রামস্থ চিহ্নিত মাদক ব্যবসায়ী আসামি মোঃ রুবেল পারভেজের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে আসামিকে আটক পূর্বক তার নিকট হইতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে