মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

চাঁদাবাজি ও সন্ত্রাসী করলে কাউকে ছাড় দেয়া হবে না : কায়সার কামাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮
ছবি-যায়যায়দিন

বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে কাউকে ছাড় দেয়া হবেনা এমন হুসিয়ারী উচ্চারন করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে কলমাকান্দার শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যেগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের।

এতে সঞ্চালনা করেন বিএনপি নেতা আনিসুর রহমান পাঠান (বাবুল)। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের পক্ষে শহীদ পরিবারের মুজিবুর রহমান, মো. সাফায়েত হোসেন, ও মো. বাচ্চু মিয়া। কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সভা শেষে শহীদ পরিবার সমূহে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে