বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দীঘিনালায় দুর্গোৎসব উপলক্ষে সেনা জোনের সমন্বয় সভা ও আর্থিক অনুদান প্রদান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১৫:১৬
দীঘিনালায় দুর্গোৎসব উপলক্ষে সেনা জোনের সমন্বয় সভা ও আর্থিক অনুদান প্রদান
ছবি: যায়যায়দিন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৯টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করেছে দীঘিনালা সেনা জোন।

২ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় দীঘিনালা সেনা জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি), উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এম মহাসিন মিয়া সহ প্রতিটা পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ।

সভায় পূর্বের ন্যায় শান্তি-সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য সকলকে আহ্বান জানান জোন অধিনায়ক। এছাড়াও শারদীয় উৎসবকে ঘীরে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান তিনি।

এ সময় শারদীয় উৎসব উপলক্ষে উপজেলার ৯টি পূজা মণ্ডপে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে আর্থিক আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে