বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দেলদুয়ারে দেয়াল চাপায় এক বোনের মৃত্যু, অপর বোন মৃত্যু শয্যায়

দেলদুয়ার(টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২৪, ১৯:০৮
দেলদুয়ারে দেয়াল চাপায় এক বোনের মৃত্যু, অপর বোন মৃত্যু শয্যায়
ছবি যাযাদি

টাঙ্গাইলের দেলদুয়ারে দেয়াল চাপায় শিল্পী বেগম (৩৮) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বড় বোন শাহনাজ বেগমের (৪০) অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দেলদুয়ারের রত্নাউরি গ্রামে। জানা যায়, রত্নাউরী গ্রামের জয়নাল মিয়ার প্রতিবেশী ইদ্রিস মিয়ার ঘরের পুরনো দেয়ালের নিচের মাটি বৃষ্টিতে সরে গিয়ে দেয়ালে ফাটল দেখা দেয়। তারা দেয়াল টিকে ভেঙ্গে ফেলতে ইদ্রিস মিয়াকে বলেন। রবিবার সকালে জয়নাল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৩৮) এবং জয়নালের বড় ভাই বদর মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪০) দেয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘরের এক পাশের পুরো দেয়াল ধসে তাদের উপরে পড়ে। প্রতিবেশীরা এগিয়ে এসে দেয়ালের নিচ থেকে শিল্পী বেগমের লাশ উদ্ধার করে এবং মুমুর্ষ অবস্থায় শিল্পী বেগমের বড় বোন ও জা শাহনাজ বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। জয়নাল মিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ দেয়াল টি সরাতে ইদ্রিস মিয়াকে বলে আসছি।কিন্তু তিনি শোনেন নি। ইদ্রিস মিয়া বলেন, প্রতিবেশীদের অভিযোগ পেয়ে রবিবার সকালে দেয়াল ভাঙ্গতে শ্রমিক আনতে যাই। এসেই দেখি দেয়াল ভেঙ্গে পড়েছে। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, নিহত গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে