মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে ভাটিয়ারী বাজারে অভিযান ও জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৩৬
ছবি: যায়যায়দিন

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫ ধারা মতে ০২টি পাইকারী মুদি দোকান মেসার্স খাজা গরীবে নেওয়া ষ্টোরকে ৫ হাজার টাকা, এবং সিদ্দিক ষ্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম রফিকুল ইসলাম।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে