শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ঘোড়াঘাটে শিশু সুরক্ষা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:২৯
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, জন প্রতিনিধি,ধর্মীয় নেতা ও সুধী জনরা অংশ নেয়।

আজ বুধবার(১৩ নভেম্বর) উপজেলার পালশা ইউনিয়নের গোপালপুর চার্চ অব দ্যা ন্যাজারিন ইন্টারন্যাশনাল মিশন হলরুমে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প গোপালপুর বিডি-২০২ এর আয়োজনে গোল বৈঠকে প্রকল্পের এলসিসি চেয়ারম্যান রেভা. প্রদীপ বেসরার সভাপতিত্বে ও সমাজকর্মী অনন্ত কর্মকারের সঞ্চালনায় শিশু রক্ষা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক মি.বিজয় হাসদাক।

আরও বক্তব্য রাখেন,গোপালপুর শহীদ রশিদ চৌধুরী দ্বি- মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্নু সরকার, ভেলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান,বেলোয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আকতার শিল্পী,ইউপি সদস্য মো.মুনছুর আলী,সাবেক ইউপি সদস্য মোছা.মর্জিনা বেগম,ধর্মীয় নেতা মি.সনাতন মার্ডী, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমূখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে