বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জুরাছড়িতে জাতীয় পর্যায়ের বিজয়ী নারী কাবাডি দলকে সংবর্ধনা 

জুরাছড়ি  (রাঙামাটি) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৮
জুরাছড়িতে জাতীয় পর্যায়ের বিজয়ী নারী কাবাডি দলকে সংবর্ধনা 
ছবি: যায়যায়দিন

রাঙামাটি জুরাছড়িতে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন নারী কাবাডি দলকে সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) জুরাছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে যক্ষা বাজার ক্যাম্পে ৫১ তম গ্রীষ্মকালীন বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নারী কাবাডি দলকে সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জোন উপ অধিনায়ক মেজর মোঃ নাজমুল হক, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মুহাম্মদ সিফাত রায়হান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, উপজেলা প্রকৌশলী মোঃ আকমল হক, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক শান্তি ময় চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টটর মোঃ মরশেদুল আলম, এরাইছড়ি মৌজার হেডম্যান রিতেশ চাকমা, কার্বারী রিটেন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, নারী কাবাডি দল জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়া আসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। এটি শুধু একটি শিরোপা জয় নয়, এটি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ঐক্যের প্রতীক।

তিনি আরো বলেন, নারী কাবাডি দলের প্রতিটি খেলোয়াড় শুধু নিজের দক্ষতা প্রমান দেয়নি বরং দলগত কাজের মাধ্যমে দিয়েছে যে একতাই শক্তি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে