বান্দরবানে লামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি’র সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না’র সঞ্চালনায় পুষ্টি ও প্রকল্প কার্যক্রমের উপর বিস্তারিত তুলে ধরেন, প্রকল্পের মনিটরিং অফিসার থুই চাহ্লা মার্মা। এতে পুষ্টি কমিটির সদস্য সহ প্রকল্পের অর্গানাইজার ও পুষ্টি আপারা অংশ গ্রহণ করেন। সভায় পুষ্টি, উপজেলা পুষ্টি কমিটি সক্রিয়করণ ও ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কমিটি গঠন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
এ বিষয়ে প্রকল্প সমন্বয়কারী মং উচিং মারমা বলেন, দীর্ঘ বছর যাবৎ গ্রাউস সরকারের সাথে সমন্বয় রেখে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিত জনগণের সার্বিক উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সভার আয়োজন করা হয়।
যাযাদি/এসএস