বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামগ‌ড়ে কৃষক দ‌লের কৃষক সমা‌বেশ অনু‌ষ্ঠিত

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯
রামগ‌ড়ে কৃষক দ‌লের কৃষক সমা‌বেশ অনু‌ষ্ঠিত
ছবি: যায়যায়দিন

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে জাতীয়তাবাদী কৃষক দ‌লের কৃষক সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।শ‌নিবার (৪ জানুয়া‌রি)সকাল দশটায় রামগড় লেকপা‌ড়ে রামগড় কৃষক দলের সভাপতি মোঃ সে‌লিম উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্বে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

মোঃ শা‌হিন আল‌মের সঞ্চালনায় সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ,খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি পারদর্শী বড়ুয়া,কেন্দ্রীয় কমিটির উপজাতিয় বিষয়ক সহ সম্পাদক নীলপদ চাকমা,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দীন প্রমূখ। এছাড়ও রামগড় উপজেলা ও পৌর এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ রামগড় উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন শাখার কৃষক দলের নেতা-কর্মিবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

জানা যায় ,বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রামগড় সদর ইউনিয়ন ও পৌর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে