নীলফামারীর জলঢাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে প্রেসক্লাব।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং প্রেসক্লাবের আয়োজনে প্রায় দেড় শতাধীক হতদরিদ্র নারী ও পুরুষদের মাঝে প্রেসক্লাব হলরুমে এসব কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন।
এ সময় উপস্থিত ছিলেন, সদ্য যোগদানকারী থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,যুগ্ম সম্পাদক আবেদ আলী সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।