বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সোনাগাজীতে বিএনপির সমাবেশকে ঘিরে উজ্জীবিত নেতা-কর্মীরা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৩
সোনাগাজীতে বিএনপির সমাবেশকে ঘিরে উজ্জীবিত নেতা-কর্মীরা
ছবি: যায়যায়দিন

ফেনীর সোনাগাজীতে জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা শরু হয়েছে। ইতিমধ্যে বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেছেন। আগামী ৪ জানুয়ারির সোনাগাজী ছাবের মো: পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

বর্তমান ও সাবেক উপজেলার সকল নেতাকর্মী জেলা নেতৃবৃন্দকে এ সমাবেশ সফল ও সুশৃঙ্খল করতে বার বার দায়িত্ব প্রাপ্ত নেতারা নেতাকর্মীদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। ইতিমধ্যে সমাবেশের আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আজ সভাস্থল সোনাগাজী মো ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেছেন বিএপির চট্টগ্রাম বিভগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।

সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভুঞা বলেন, সমাবেশের প্রধান আকর্ষণ দেশ নায়ক তারেক রহমান। তাই এ সমাবেশ শুধু ফেনীর নয়, বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীরা ও এ সমাবেশে আসবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের অনুদান প্রদান করবেন এবং আগামীদিনের দলীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে