বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৫
বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ
ছবি: যায়যায়দিন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের পুত্র সন্তান আব্দুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা ক্বারী আবু নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পিতা ক্বারী আবু নাইম উপজেলা সদর উত্তর পাড়া এলাকার মৃত্যু আব্দুল খালেক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহনের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। জন্ম গ্রহনের পর পর সে ওই শিশুটিকে একবার গলা টিপে হত্যারও চেষ্টা করেছিল। এনিয়ে কিছুদিন পর পর পরিবারে গোলযোগ চলছিল। এমনকি বিষয়টি মিমাংসায় একাধিকবার চেষ্টাও করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মা শাহিদা আক্তার বলেন, আমার স্বামীই শিশুপুত্রকে হত্যা করেছে বলে আমার ধারণা। গতকাল থেকে ছেলেটির জ্বর অনুভব হচ্ছিলো। সকালে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমার স্বামী চালাকি করে আমাকে বাড়িতে থাকতে বলে শিশুপুত্র আব্দুল্যাহকে নিয়ে চলে যায়। বাড়ি থেকে বের হওয়া পর সে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে মৃত শিশুপুত্রকে নিয়ে সে বাড়িতে আসে। এসময় আমি চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা তাকে আটকে রাখে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমকে আটক করা হয়েছে। শিশুটির সুরতহাল শেষে মৃত্যুর মূল করন জানার জন্য ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে