শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শ্রীহাইল গ্রামের দু‘গ্রুপের সংঘর্ষ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৫, ১৯:১৬
শ্রীহাইল গ্রামের দু‘গ্রুপের সংঘর্ষ
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শ্রীহাইল গ্রামের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে ওই গ্রামের আফজল মিয়া ৫৫ পিং সন্জব আলী ও জুবায়ের আহমেদ ডালিম ৪৬ পিং মৃত আবুল কাশেম, এ দুটি গ্রুপের মধ্য পূর্ব শুত্রতা ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামের আফজল মিয়া ও জুবায়ের আহমেদ ডালিম এর মধ্যে দীর্ঘদিন এলাকার আধিপত্য নিয়ে বিবাদ চলে আসছিল।

এর জের ধরে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পরে এবং হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছ।

শনিবার সকালে আফজল মিয়া গ্রুপ ডালিম গ্রুপের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

সংঘর্ষে ডালিম গ্রুপ টিকতে না পেরে গ্রাম চেড়ে চতুর দিকে পালিয়ে যায়। এই সুযোগে আফজল মিয়ার গ্রুপ ডালিম গ্রুপের বেশকটি টি বারিঘর ভাংচুর ও লুটপাট করে।

উল্লেখ ডালিম গ্রুপের লোকজন গত ২৬ ফেব্রুয়ারী বুধবার আফজল গরুপের বারি ঘরে পূর্ব পরিকল্পনা করে তাদের অনুউপস্থিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে, নগদ অর্থ ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এর পর আফজল গরুপের লোকজন সংগঠিত হয়ে ডালিম গ্রুপের বাড়ি ঘরে হামলা চালায়।

শাল্লা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে ওসি তদন্তসহ পুলিশের একটি টিম এবং সেনাসদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছেন।

তিনি আরো বলেন এ ঘঠনায় আফজলের চাচাত ভাই চান মিয়া বাদি হয়ে ডালিম কে প্রধান আসামি করে মোট১১৬ জনের বিরুদ্ধে শাল্লা থানায় মামলা নং২৬ দায়ের করেচে। শান্তি শৃংখলা বজায় রাখতে প্রশাসন ঘটনার স্থলেপুলিশ মোতায়েন রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে