রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ১৮ মার্চ ২০২৫, ১৭:৪৯
সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা
ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুতে অবৈধভাবে ভ্যান পার্কিংয়ের কারণে স্থানীয় জনগণের যাতায়াত ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাবেক এমপি ইসরাফিল আলমের উদ্যোগে নির্মিত এই সেতুটি এলাকার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

সেতুটির উপর প্রায় ৬০ থেকে ৭০টি ভ্যান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সেতুটি আত্রাই,রানীনগর,মান্দা,নওগাঁ,রাজশাহী ও ভবানীগঞ্জের সাথে সরাসরি যোগাযোগের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন যানবাহন যেমন ভ্যান,বাস,

ট্রাক,সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল এই সেতু দিয়ে চলাচল করে। তবে সেতুটির উপর ভ্যানগুলো পার্কিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে,যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, "সেতুটি থেকে ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসনের সাথে আলোচনা করবো যাতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন বলেন,"এই বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমনটি না হয়, সে জন্য নজরদারি বাড়ানো হবে।"

স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে