বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গোবিন্দগঞ্জ পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৫, ১৩:৫৭
গোবিন্দগঞ্জ পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ ঢাকা হেডকোয়ার্টার্স এর ডিআইজি (অপারেশনস-পশ্চিম) মো. আবুল কালাম আজাদ।

সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা চত্বরে ওসি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি একেএম রায়হানুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলতাফ হোসের পাতা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, গাইবান্ধা ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, কামারদহ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মান্নান, গোবিন্দগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নাইম সরকার ও কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু প্রমূখ।

ডিআইজি আবুল কালাম আজাদ জানান, যাত্রীরা যেন যানজট মুক্ত ও নিরাপদ পরিবেশে বাড়িতে ফিরতে পারেন, সে জন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। হাইওয়ে পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ফলে ঈদের সময় যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে বাড়িতে ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে