বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আমতলী (বরগুনা) প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৫, ১১:৪৭
ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ছবি: যায়যায়দিন

আমতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান খাঁনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি।

সোমবার (১৭মার্চ) ছাত্রলীগ নেত্রী ফাতিমাতুজ জোহরা মৈতি বাদি হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন।

ছাত্রলীগ নেত্রীর দায়েরকৃত এ মামলাকে হয়রানীমুলোক আখ্যা করে প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (২০মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মামলাটি প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।

ইতোপূর্বে আমতলী উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদকের পদে থাকা ফাতিমাতুজ জোহরা মৈতি গত ৫ আগষ্টের পরে ভোল পাল্টিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বনে যান বলেও অভিযোগ রয়েছে।

আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহারের নির্দেশ দিয়েছেন।

এদিকে বুধবার (১৯ মার্চ) বেলা ১২টায় এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ার ঘটনায় ওই ছাত্রদল নেতা ইমরানের বিরুদ্ধে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মামলার নথি হাতে পেয়েছি। আদালতের নির্দেশ মতে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে