নোয়াখালীর সুবর্ণচরে বসতঘরের ফ্রিজের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইয়াসমিন আক্তার পলি (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৩মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর নাঙ্গলীয়া গ্রামে কৃষক জামশেদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াসমিন আক্তার একই গ্রামের মৃত আমিনুুল হক এর মেয়ে ও জাহিদুল ইসলাম জনির স্ত্রী।
পারিবারিক সূত্রে ও সরেজমিনে জানা যায়, প্রতিদিনের ন্যায় ইয়াছমিন আক্তার গৃহস্থালির কাজ করছিল তার বড় জা সহ। হঠাৎ সে একটু মুরগির বাচ্চার ডাক শুনে বসতঘরে প্রবেশ করে । ঘরের প্রবেশ করার পর দীর্ঘ সময় সে আর ঘর থেকে বের না হওয়ায়। তার বড় জা রহিমা ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেয়ে বসত ঘরে ডুকে সে দেখে ফ্রিজের পাশে উপুড় হয়ে ইয়াছিন পড়ে আছে। তার হাতে মুরগির বাচ্চাটা তার হাতের মধ্যে মারা অবস্থায় আছে। এবং তার হাতের কবজির সাথে ফ্রিজের পিছনের বৈদ্যুতিক তারের সাথে লেগেছিল।এ সময় তারের প্লাস্টিকের কভার পুড়ে যায়। নিহতের ডান হাতের বাহু পর্যন্ত চামড়া পুড়ে যায়। তাহফিকা নামে ইয়াছমিনের ১৯ মাস বয়সী একটা কন্যা রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এঘটনায় চরজব্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান,গৃহবধূ নিহতের ঘটনা আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
যাযাদি/ এমএস