বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দু’জন ডাক্তারে হামাগুড়ি দিয়ে চলছে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৫, ১৯:৩৮
দু’জন ডাক্তারে হামাগুড়ি দিয়ে চলছে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সটি মাত্র দুইজন ডাক্তার দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে ডাক্তার স্বল্পতার কারণে সেখানে কর্মরত ডাক্তার ননী গোপাল রায় নিজেই রাত জেগে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

কয়েকদিন ধরে উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করেই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে হিমশিম খাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা নিয়ে গত ৭২ ঘণ্টায় মোট ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ইন্দুরকানীতে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। শুকনো মৌসুমে খাবার পানির সংকট আরও তীব্র হয়ে ওঠে, যার ফলে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। তবে এবার পরিস্থিতি আরও আশঙ্কাজনক। পানি সংকটের কারণে অনেকেই পুকুর, নদী ও খালের পানি পান করছেন, যার ফলে ডায়রিয়ার বিস্তার ঘটেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন। ডাক্তার ননী গোপাল রায় নিজেই ওয়ার্ডে গিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, "এই হাসপাতালে মাত্র দুইজন ডাক্তার আছেন, আমরা আর সামাল দিতে পারছি না। বাধ্য হয়ে দাপ্তরিক কাজ রেখে আমি নিজেই ওয়ার্ডে রোগী দেখছি এবং নাইট ডিউটিও করছি।"

ডা. ননী গোপাল রায় আরও বলেন, "পানির সমস্যার কারণে ডায়রিয়া রোগী বেড়েছে এবং এই হাসপাতালে জরুরিভাবে আরও কয়েকজন ডাক্তার প্রয়োজন।"

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে