জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ক্ষেতলাল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজনে উপজেলা মিলনায়তনে জয়পুরহাট জেলা মূখপাত্র ক্ষেতলাল প্রতিনিধি মোঃ শাহিনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন,জেলা মূখ্য সংগঠক মোঃ নাহিদ ইসলাম, ঢাকা কলেজের যুগ্ম সদস্য সচিব রয়েল হোসেন নয়ন, উপজেলা পরিষদের সিএ,এস এম শওকত, পৌর জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মীর শয়ন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন,মোঃ মাহমুদুল হাসান। এসময় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস