কুমিল্লার বরুড়ায় খোশবাসে মুন্সী আব্দুর রশিদ- জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত ৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি অস্ট্রেলিয়া প্রবাসী ড. সুলতানা পারভীন এর সার্বিক সহযোগিতায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোশবাস ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নিপু,খোশবাস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল আবেদীন মাহতাব ও খোশবাস বার্তা'র সম্পাদক মো. ইউনুছ প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
যাযাদি/ এস