পটুয়াখালীর দুমকিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)এর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হইছে ।
শনিবার (২৯ মার্চ) উপজেলার আংগারিয়া ইউপির ঝাটারা গ্রামের নিহত মোহাম্মদ মিলন হাওলাদার এবং পাঙ্গাশিয়া ইউপির আলগী গ্রামের নিহত মোহাম্মদ জসিম উদ্দিন এর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় মনিটর অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
এখন পর্যন্ত ৭০০ জন নিহত পরিবারকে এই উপহার পৌঁছে দেয়া হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এবং ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহবায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় এই কর্মসূচির উপহার সামগ্রী বিতরন হচ্ছে।
এ সময় পবিপ্রবি শিক্ষক ডাঃ মহিবুল্লাহ রুবেল, পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদসহ দুমকি উপজেলা বিএনপি এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পাওয়া নিহত পরিবারের সদস্যরা তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
যাযাদি/ এমএস