বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পনের লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে স্থানীয় হযরত শাহাজালাল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে হঠাৎ করে বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মোতালেবের ঔষধের দোকান,খাতের আলীর ওয়ার্কশপ ও চায়ের দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোঃ মোতালেব হোসেন বলেন,আমি এ বাজারের একজন পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী আমার দোকানে প্রায় ৫ লক্ষ টাকার ঔষধ ছিলো।এছারাও আরও কিছু জিনিস ও দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খাতের আলী প্রামাণিক বলেন, আমার এখানে দুইটা দোকান ছিলো একটি ওয়ার্কশপ ও একটি চায়ের দোকান এতে মালামাল ছিলো তাতে আমার প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
কাজলা ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, শাহাজালাল বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছিলো। তিনটি দোকান একদম পুড়ে ছাই হয়ে গেছে।
যাযাদি/ এমএস