বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি
  ০৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৯
নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

ঝালকা‌ঠির নলছিটিতে পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি হাফিজুলকে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকী এবং অফিসার ফোর্স চৌদ্ধবুড়িয়ার তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন।

সে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মো. মজিদ হাওলাদারের ছেলে। বরিশালের পারিবারিক আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, ২০২০ সালে তার পূর্বের স্ত্রীর দা‌য়ের করা পারিবারিক ডিক্রী জারি মামলায় বিচার শেষে পারিবারিক আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ডিক্রীর সমপরিমাণ টাকা অর্থ দন্ডের আদেশ দেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে