শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৫, ১৪:০১
জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা
ছবি: যায়যায়দিন

জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রোববার সকালে জয়পুরহাট জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, আব্দুস সবুর, তৃপ্তি কনা রানী, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম প্রমুখ।

র‌্যালি ও আলোচনাসভার আগে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে কাবাডি ও কারাতে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে